শনিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৪:৪২

জাগরণীয়া ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামি ১৭ মার্চ (শনিবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড দিবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আমাদের ছোট রাসেল সোনা শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন, সেলাই মেশিন বিতরণ,শেখ রাসেল স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, উঠবো জেগে-ছুটবো বেগে শীর্ষক ভিডিও প্রদর্শন, শিশু সমাবেশ, বইমেলা উদ্বোধন ও শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ মার্চ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন এবং দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত