চাঁদপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৩:১৭
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রানা চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চাঁদপুর মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় রানাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন মেয়েটির অভিভাবক ফারুক সরকার।
স্থানীয়রা জানান, রানাসহ তার সঙ্গে থাকা আরও কিছু বখাটে প্রতিদিনই বিভিন্ন স্থানে থেকে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করে। কেউ তাদের বাধা দিলে তাদেরকে হামলা ও মারধরের হুমকি দেয় তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই মেয়েটি বাসার বাইরে বের হলে আগে থেকেই সেখানে ওৎ পেতে থাকা রানাসহ কয়েকজন মেয়েটিকে ধরে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে তাকে ধর্ষণ করে।
এসআই মফিজুল ইসলাম বলেন, "আমরা জানতে পেরেছি, মেয়েটিকে স্কুল যাওয়ার পথে বিভিন্ন সময় ওই ছেলেটি উত্যক্ত করতো। আমরা মেয়েটিকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠিয়েছি। আর আটক রানা চৌধুরীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে"।