শীতলক্ষ্যা নদীর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৬:১৫

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে এক শিশুর (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১২ মার্চ (সোমবার) দুপুরে অজ্ঞাতপরিচয় এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান  বলেন, শীতলক্ষ্যা নদীর পাড়ে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মরদেহটি বেশ কিছুদিন আগের এবং শরীরের বেশ কিছু অংশ শিয়ালে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। নিহত শিশুটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত