রবিবার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৪:০৫
আগামি ১১ মার্চ (রবিবার) চারদিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭ মার্চ (বুধবার) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক ব্রিফে জানান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিংগাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের (আইই) মধ্যে সহযোগিতা চুক্তি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এমসিসিআই)-এর সঙ্গে সিঙ্গাপুরের দুই ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দু’টি চুক্তি স্বাক্ষরিত হবে।
মূলত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং’র আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা যাচ্ছে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। এছাড়া তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে দু’দেশের মধ্যে।
আগামী ১৪ মার্চ (বুধবার) ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।