শ্যামনগরে প্রতারণার দায়ে নারীর কারাদণ্ড
প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৯:১৫
শ্যামনগরে এক নারীকে প্রতারণার দায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
৪ মার্চ (রবিবার) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামে প্রতারণার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গ্রামের সিরাজুল, নজরুল, আশরাফ, জহিরুল ও সিরাজুল হক জানান, দুপুরে তারা সবাই কাজের জন্য বাড়ির বাহিরে অবস্থান করছিলেন। যশোর জেলার মনিরামপুর থানার শাকরা গ্রামের সবুজ মোড়লের স্ত্রী তামান্না (২৪) নামে ওই নারী তাদের স্ত্রীদের নিকট থেকে গরু, ছাগল ও সেলাই মেশিন দেওয়ার নাম করে ১৪ হাজার ৮৪০ টাকা গ্রহণ করে। তিনি চলে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় চৌকিদারের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান ভ্রাম্যমান আদালতে ওই নারীকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।