ইউপি বন্ধ করলেন স্কুলছাত্রীর বিয়ে

প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ১৪:২০

জাগরণীয়া ডেস্ক

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এর হস্তক্ষেপে বন্ধ হয়েছে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ে।

২ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে বিয়ে বন্ধ করেন ইউপি চেয়ারম্যান।

এ প্রসঙ্গে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শম্পা আক্তার (১২) নামে ঐ ছাত্রীটিকে পাশের বোয়ালী ইউনিয়নের পেয়ারপুর গ্রামের এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে দেয়ার চেষ্টা করে তার মা। গোপনে সে সংবাদ পেয়ে লোকজন ও পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। মেয়ের বয়স ১৮ না হলে বিয়ে দিবে না বলে লিখিত দেন তার মা।

উল্লেখ্য, শম্পা আরিফ খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ঐ গ্রামের মৃত মফো মিয়ার মেয়ে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত