চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/02/21/image-14211.jpg)
চট্টগ্রামে ট্রাক একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে শামীমা আক্তার (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। শামীমা পটিয়ার উজিরপুরের মোজাপুকুর পাড় এলাকার জাফর আহমদের স্ত্রী। আহত হয়েছেন এক শিশুসহ আরও ৪ জন।
২১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজিটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজিচালক দুজনের বিরুদ্ধেই মামলা করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
ট্রাক চালক আবু তৈয়বকে (২৭) আটক করা হয়েছে বলে জানা গেছে।