ইতালি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৭
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ইতালি ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত ১০টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এসময় সেখানকার উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দিতে রোমে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। অংশ নেন ইফাদ সম্মেলন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী আবুধাবিতে পৌঁছে সেখানে একদিনের যাত্রাবিরতি করবেন।
১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর দেড়টার দিকে ইতিহাদ এয়াওয়েজের ইওয়াই-২৫৮ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত ছাড়বেন তিনি। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।