প্রাথমিকে অর্ধেকের বেশি নারী শিক্ষক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩০

জাগরণীয়া ডেস্ক

২০১৭ সালের বার্ষিক জরিপ অনুযায়ি দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার। যার মধ্যে নারী শিক্ষক  ৩ লাখ ৫১ হাজার ৮৬৩ জন।

১২ ফেব্রুয়ারি (সোমবার) জাতীয় সংসদে খুলনা-৬ আসনের এমপি নূরুল হকের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এসময় মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬৩ দশমিক ১৭ শতাংশই নারী শিক্ষক। 

সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, অক্টোবর ২০১৭ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ ২০ হাজার ৮৪৭ জন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রাজস্ব বাজেটে সর্বমোট ১০ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০৬ টাকা ব্যয় হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত