নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮

জাগরণীয়া ডেস্ক

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছোয়াব আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ১১ ফেব্রুয়ারি (রবিবার) নেত্রকোনার জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। সেই সাথে ছোয়াবকে বিশ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, সংসার চালানোর টাকায় নিয়মিত জুয়া খেলতেন ও মাদক নিতেন ছোয়াব আলী। ঘটনার দিন জুয়া খেলতে বাধা দেয়ায় গত ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে কলহ হয় ছোয়াব আলীর। একপর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী। 

এ ঘটনায় শিল্পীর ভাই স্বপন মিয়া বাদী হয়ে ছোয়াব আলীকে অভিযুক্ত করে থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন ছোয়াব আলী। ২০১৬ সালের ২৫ জুলাই তদন্ত শেষে পুলিশ ছোয়াব আলীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচারকাজ। দীর্ঘদিন চলা এই মামলায় আজ রায় দেন বিচারক।

দণ্ডিত ছোয়াব আলীর বাড়ি সদর উপজেলার বর্শিকূড়া গ্রামে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত