নরসিংদীর রায়পুরায় ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশ : ২৩ জুলাই ২০১৬, ১২:১০

জাগরণীয়া ডেস্ক

নরসিংদীর রায়পুরায় ট্রলার ডুবে সাত জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশু সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) আড়িয়াল খাঁ নদীর ঘাটের কাছেই সকাল ১১টায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি ৩০/৪০ জন যাত্রী নিয়ে চলছিল। হঠাৎ ঝড়ো বাতাসে সেটি ডুবে যায়। জীবিত উদ্ধার শিশুদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম জানান, ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে বলেও জানান তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত