গম ক্ষেতে আদিবাসী গৃহবধূর গলাকাটা মরদেহ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯
পঞ্চগড় সদর উপজেলায় এক আদিবাসী গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম পুতুল হাসদা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে গৃহবধূ পুতুল হাসদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির অদূরেই এক বাঁশ বাগানের পাশে গম ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।