বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে সুমী
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪০
সড়ক দুর্ঘটনায় নিহত বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে সুমী আকতার নামে এক এসএসসি পরীক্ষার্থী। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এসব তথ্য জানিয়েছেন।জানান, ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে রাতোর সড়কের বর্গা মোড়ে একটি মোটরসাইকেলকে পিছন দিকে ধাক্কা দেয় একটি ট্রলি। এসময় পরীক্ষা দিতে আসা সুমি আকতার ও তার বাবা আব্দুর রহিম (৪৭) মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং দুজনেই আহত হন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহত সুমী আকতারকে বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠায় এলাকাবাসি। এদিকে সুমীর বাবাকে গুরুতর আহত অবস্থায় নেকমরদ বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
সুমী আকতার রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নৈতিক শিক্ষা পরীক্ষা দিতে আসার সময় দুর্ঘটনায় পড়ে সুমী আকতার ও তার বাবা আব্দুর রহিম।