সরাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:২৬
জাগরণীয়া ডেস্ক
পারিবারিক কলহের জেরে পিটিয়ে রোকেয়া বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নিজসরাইল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ফারুক মিয়ার সঙ্গে গৃহবধূ রোকেয়া বেগমের কলহ চলছিল। এরই জের ধরে গৃহবধূ রোকেয়া বেগমকে পিটিয়ে হত্যা করে। গুরুতর অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় তার স্বামী ফারুক মিয়া। কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করলে, মরদেহ কৌশলে হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী ফারুক মিয়া। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
0Shares