বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৩

জাগরণীয়া ডেস্ক

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলপ্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার বিকেল ৪টা পর্যন্ত আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মনোননয়নপত্র বাছাই করা হবে। এতে তার মনোনয়নপত্র বৈধ হলে অর্থাৎ, কোনো ভুল ত্রুটি না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত