উন্নয়ন কার্যক্রমকে ব্যাপক প্রচারের আহবান
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:০৩
বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাপকহারে সাধারণ মানুষের মাঝে প্রচারের আহবান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
২৮ জানুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি। অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ভিডিও তথ্য চিত্রর মাধ্যমে তুলে ধরা হয়।
এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৫-২০০৬ সালে বাংলাদেশের চিত্রের সাথে বর্তমান বাংলাদেশের একটি তুলনামূলক চিত্র তুলে ধরতে হবে জনগণের সামনে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব উদ্যোগ যেমন একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক- বর্তমান সরকারের এসব নিজস্ব প্রকল্পগুলোকে ব্যাপক প্রচারে আনতে হবে। এ ব্যাপারে জেলা তথ্য কার্যালয়কে যথাযথ উদ্যোগ নিতে হবে।
প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনভাবেই যেন পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এ সময় টাঙ্গাইলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ারা বেগম।