পরকীয়ার জেরে প্রাণ গেলো গৃহবধূর

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫

জাগরণীয়া ডেস্ক

স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় প্রাণ হারিয়েছে রু‌লিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূ‌।  ২০ জানুয়ারি (শনিবার) আশু‌লিয়ার গাজীবা‌ড়ি এলাকা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রুলিয়ার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকেরা পলাতক রয়েছে। 

এলাকাবাসি জানায়, এক বছর আগে শিমু‌লিয়া ইউ‌নিয়নের কা‌লিকাপুর গ্রা‌মের আউলাদ হো‌সেনের মে‌য়ে রু‌লিয়া আক্তারের সাথে বিয়ে হয় স্থানীয় নুরুল হকের ছে‌লে নাজমু‌লের। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রুলিয়ার উপর অকথ্য নির্যাতন চালায় নাজমুল। সেই সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে নাজমুল। শুক্রবার রাতে এ বিষয়ে ব্যাপক কথা কাটাকাটি হয় রুলিয়া আর নাজমুলের মধ্যে। এসময় নাজমুল তাকে ব্যাপক মারধর করে। সকালে রুলিয়া আত্মহত্যা করেছে বলে সে প্রচার চালায় এবং পালিয়ে যায়। পরে তারা পুলিশকে খবর দেয়। 

আশু‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শে‌ষে জানা যাবে রুলিয়া আত্মহত্যা ক‌রে‌ছে না‌কি তাকে হত্যা করা হয়েছে। নাজমুলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত