রোহিঙ্গা ক্যাম্পে আগুন, মা-মেয়েসহ নিহত ৪

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ২১:১১

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনায় তিন ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন রোহিঙ্গা আবদুর রহিমের স্ত্রী ঘুমন্ত নূর সাবা (৩০), ছেলে আমিন শরীফ (০৮), দিলশান বিবি (১২) ও আসমা বিবি (০৫)। 

১২ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও উখিয়া-টেকনাফ সার্কেলের দায়িত্বরত কর্মকর্তা চাইলাউ মারমা হাসপাতালের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জ্বলন্ত মোম থেকে রোহিঙ্গা আবদুর রহিমের ক্যাম্পের তাবুতে আগুন লাগে। এসময় আবদুর রহিমের স্ত্রী, ছেলে এবং দুই মেয়ে অগ্নিদগ্ধ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রেড ক্রিসেন্টের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তারা।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন বলেন, রোহিঙ্গা পরিবারটি ঐদিনই রাখাইন থেকে কক্সবাজারে প্রবেশ করেছে বলে জানা গেছে। জ্বলন্ত মোম থেকে তাবুতে আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখবে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত