গুলশান হামলায় সন্দেহভাজন নারীসহ আরও ৪ জন (ভিডিও)
প্রকাশ : ১৯ জুলাই ২০১৬, ১৬:১৫
রাজধানীর গুলশান হলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনায় এক নারীসহ আরও ৪ জনের ছবি প্রকাশ করেছে র্যাব। তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে এই এলিটফোর্স।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ২ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে র্যাবের অফিসিয়াল পেজে তারা একটি ভিডিও আপলোড করে এই চারজনের ছবি প্রকাশ করেছে।
১ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ১নং সন্দেহভাজন ব্যক্তি ‘টয়োটা ফিল্ডার’ এর একটি গাড়ি থেকে নামে। পরবর্তীতে রাস্তা পার হয়ে এক কোণায় দাঁড়িয়ে ২নং সন্দেহভাজন ব্যক্তির সাথে কথা বলে। ৩ নং সন্দেহভাজন ব্যক্তিকে ওই নির্দিষ্ট জায়গায় ঘুরে ঘুরে ফোনে কথা বলতে দেখা যায়। অবশ্য এ ৩ ব্যক্তিই ফোনে কারো সাথে কথা বলছিল এমনটাই দেখা গেছে ওই ভিডিওতে। তবে এর মধ্যে এক নারীকেও দেখা যায় যার গতিবিধি সন্দেহজনক। ওই নারীকে কয়েকবার ওই রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। এই পুরো ভিডিও এর সময়কাল রাত ৮টা ৪০ মিনিট থেকে। কিন্তু ভিডিওতে সন্দেহভাজন ওই ৪ জনের চেহারা স্পষ্টভাবে বোঝা যায়নি।