প্রবাসীর স্ত্রী খুন, প্রেমিক গ্রেপ্তার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৮, ১৯:২৪
জাগরণীয়া ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া প্রেমের জেরে তানিয়া বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ।
৩১ ডিসেম্বর (রবিবার) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তানিয়া বন্দরের চৌধুরীবাড়ি এলাকায় থাকতেন। তার স্বামী নূর হোসেন সৌদি আরব প্রবাসী।
এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রবাসী নূর হোসেনের স্ত্রীর সঙ্গে ইকবালের সম্পর্ক ছিলো।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরকীয়া প্রেমের কারণেই ইকবাল ও তানিয়ার ৩০ ডিসেম্বর (শনিবার) রাতে ঝগড়া হয়। একপর্যায়ে ইকবাল তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করা হয়।
0Shares