‘মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, আগামীতেও করব’

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:৩১

জাগরণীয়া ডেস্ক

‘আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করছি, আগামীতেও করব। নৌকার পাশে থাকুন।’- বললেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৩১ ডিসেম্বর রবিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ প্রধান এসব কথা বলেন।

জনসভা মঞ্চে পৌঁছেই যশোরের উন্নয়নে ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ১২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় এ প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন জনতার উদ্দেশে।

তিনি বলেন, কেবল আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ এগিয়ে যায়। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। ৮৩ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে দেশ পেছন দিকে চলে যায়। তারা অদ্ভূতভাবে ক্ষমতায় আসে, ভুতের মতো দেশকে পিছিয়ে নিয়ে যায়। আমরা রাস্তা বানাই, তারা কেটে ফেলে। আমরা বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা কমিয়ে ফেলে। আমরা উন্নয়ন, গণতন্ত্র ও শান্তি চাই। তারা দুর্নীতি, খুন ও লুটপাটের রাজনীতি করে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনককে হত্যার পর এ দেশ পরিণত হয়েছিল হত্যা, ক্যু, কারফিউর দেশ। লুটপাটের রাজত্বে কায়েম করা হয়েছিলো এ দেশে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কারফিউ জারি করে দেশ চালাতো। জিয়া কারফিউ দিয়ে ভীতিকর পরিবেশে দেশ চালাতেন।

সকালে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী যশোরে পৌঁছান। সেখানে তিনি অংশ নেন বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে। এরপর মধ্যাহ্ন ভোজ সেরে প্রধানমন্ত্রী জনসভাস্থলে যান।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত