প্রেমিকার বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৪:১৪

জাগরণীয়া ডেস্ক

প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রোমান (২০) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। 

গত ২৯ ডিসেম্বর শুক্রবার ঐ তরুণের বাড়ি থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রোমানের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে হওয়ার কারণে ওই তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত