৮ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৯

জাগরণীয়া ডেস্ক

ঢাকা উত্তরের ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিলের দু’দিন পর ৮টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

লাইসেন্স বাতিল করা কোচিং সেন্টারগুলো হলো- এক্সপার্ট একাডেমি কোচিং, গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিনহিল টিউটরিয়াল, কম্বাইন টিউটরিয়াল, উদ্ভাস কোচিং সেন্টার, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট একাডেমি, রকিবুল ইসলাম অনার্স কোচিং।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডিএসসিসির উপ রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান এক আদেশে এগুলো বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে তিনি জানান, মিউনিসিপাল অ্যাক্ট ১৯৮৬ (৭৪ ) ধারায় সিটি করপোরেশন কর তহবিল আদেশ ২০১৬ এর ২৯৯ (চ) এর ব্যতয় ঘটায় এসব কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া সিটি করপোরেশনের অনুমতি ছাড়া অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন লাগিয়ে নগরীর সৌন্দর্য বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে এসব কোচিং সেন্টারের বিরুদ্ধে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত