শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ ওহিদুজ্জামানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী জান্নাত আরা ফেরদৌস।
খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জান্নাত আরা লিখিত বক্তব্য পড়েন। তিনি বলেন, বিয়ের কয়েক মাস পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওহিদুজ্জামান। অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাত করার জন্য চাপ দিতেন তিনি। বাচ্চা পৃথিবীতে আসার পর তাদের দুজনের ওপর বিভিন্নভাবে নির্যাতন করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন তার স্বামী। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১ মার্চ তাকে ও তার সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
অভিযোগ অস্বীকার করে ওহিদুজ্জামান বলেন, স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন। এরপরও আমার বাবা-মা, ভাইবোনসহ পাঁচজনের নামে কয়েকটি মামলা দিয়ে হয়রানি করছেন।