শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিনালি ইয়ালদিরিম
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৯
রোহিঙ্গাদের দুর্দশা দেখতে দুই দিনের সফরে বাংলাদেশে আসা তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন।
বিনালি ইলদিরিম ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার গেটে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এর পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা ও ইয়ালদিরিম।
একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। পরে সেখানে যৌথ বিবৃতি দেন দুই প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের প্রধানমন্ত্রী। রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে তিনি অংশ নেন।
২০ ডিসেম্বর (বুধবার) সকালে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বিনালি ইলদিরিম। সেখানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। সফর শেষে বুধবারই কক্সবাজার থেকে তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ১৮ ডিসেম্বর (সোমবার) রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশে পৌঁছান বিনালি ইয়ালদিরিম।