মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:৫৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/12/15/image-13097.jpg)
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় উম্মে হেনা (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সাহেবনগর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাদী জানান, সকালে উম্মে হেনা আরবি পড়তে শিক্ষকের কাছে যাওয়ার সময় মাটি ভর্তি একটি লাটাহাম্বা (শ্যালো ইঞ্জিন চালিত এক ধরনের স্থানীয় যানবাহন) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
নিহত উম্মে হেনা ওই গ্রামের আবু শামার মেয়ে।