বাল্যবিয়ের অপরাধে কনের পিতার জেল
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৭, ২৩:১৯
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ ডিসেম্বর (শুক্রবার) সন্ধায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান এ রায় প্রদান করেন। এসময় খাবার ফেলে বরসহ বরযাত্রী পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুন পাড়ার আলী আহাম্মদের ছেলে খোদা বক্স তার স্কুল পড়ুয়া মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে সদাবরী গ্রামের কাশেম আলীর ছেলে প্রবাসি মাহতাবের সাথে বাল্যবিয়ে দিচ্ছে, এমন সংবাদ পেয়ে শুক্রবার বেলা ৩টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ি ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বরসহ বরযাত্রীরা খাওয়া দাওয়া করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে জানালে তিনি সন্ধ্যার আগে ঘটনাস্থল বাঘাডাঙ্গা গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।