লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:০১

জাগরণীয়া ডেস্ক

একটি নারী নির্যাতন মামলায় লক্ষ্মীপুর সদর থানা (পূর্ব) যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মোল্লাকে আটক করেছে পুলিশ।

৬ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় জামিতরলী গ্রামে ক্রিকেট খেলার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি একই গ্রামের সালেহ উদ্দিনের পুত্র।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তার হোসেন বলেন, একটি নারী নির্যাতন মামলায় কামাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত