'বিশ্বের ৩য় সৎ শাসক' হওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১৬:২৩

জাগরণীয়া ডেস্ক

‘বিশ্বের তৃতীয় সৎ শাসক মনোনীত হওয়ায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। ২৭ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি আন্তর্জাতিক জরিপ সংস্থার গবেষণায় পৃথিবীর সৎ শাসকদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

শফিউল আলম আরো জানান, আজকের বৈঠকে প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস (আইসিটি) উদযাপনের প্রস্তাবের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিপলস অ্যান্ড পলিটিকস বিশ্বের পাঁচ সরকার ও রাষ্ট্রপ্রধানকে চিহ্নিত করেছে যাঁরা দুর্নীতিগ্রস্ত নন, বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, গোপন সম্পদ গড়েননি। বিশ্বের সবচেয়ে সৎ এই পাঁচজন সরকারপ্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিপলস অ্যান্ড পলিটিকসের এই তালিকার প্রথমে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, দ্বিতীয় স্থানে আছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, চতুর্থ স্থানে নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ এবং পঞ্চম স্থানে আছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত