'২০২১ এর মধ্যে সব ঘরে বিদ্যুৎ'
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ২১:০৯
জাগরণীয়া ডেস্ক
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না। এই সময়ের মধ্যে আমরা প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো।
আজ ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০১৭ তে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে আমার কাজ করে যাচ্ছি। ২০১১ সালের মধ্যে কোনো ঘর অন্ধকারে থাকবে না। আমার ডিজিটাল বাংলাদেশ তৈরি করবো বলে ঘোষণা দিয়েছিলাম। আজ বাংলাদেশ ডিজিটাল হিসেবে তৈরি হয়েছে। আগামীতে আরো দেশ আরো এগিয়ে যাবে।
0Shares