গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ২৩:৪১
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী কর্তৃক রোজি আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। রোজির স্বামীর নাম মুকছেদ আলী।
আজ ২২ নভেম্বর (বুধবার) সকালে মির্জাপুর থানা পুলিশ স্বামীর বাড়ি পাকুল্যা থেকে রোজির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ রোজির স্বামী মুকছেদ আলী (৩৫) ও শাশুড়ি হাফিজা খাতুনকে (৫৫) আটক করেছে।
রোজির পরিবারের লোকজন জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে এ উপজেলার বলটিয়া গ্রামের রজব আলীর মেয়ে রোজির সঙ্গে মুকছেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজির উপর নানাভাবে নির্যাতন শুরু করে তার স্বামী। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবী পূরণে অপারগ হলে তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায় মঙ্গলবার রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রোজির ভাই রাজিব খান জানান।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।