মেয়ের আত্মহত্যা, বাবা গ্রেপ্তার
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১৭:৪৬
গাজীপুরের টঙ্গীতে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আরব আলী মুন্সী, তিনি টঙ্গীর মধ্য গোপালপুর এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরি করেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার দুলকুন্দি গ্রামে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, ২০ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় নিহতের বড় বোন মোসাম্মৎ আঁখি বাদী হয়ে মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নিহতের বড় বোন আঁখি বলেন, ১০ বছর আগে তার মায়ের মৃত্যুর পর তার বাবা আবর আলী রিনা বেগম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে টঙ্গীতে বসবাস করেন। তখন থেকে আমি ও আমার ছোট বোন রিয়া আক্তার (১৪) ফরিদপুরে নানার বাড়িতে বসবাস করছিলাম। ১৩ নভেম্বর রিয়াকে ভাল স্কুলে ভর্তির লোভ দেখিয়ে টঙ্গীতে আনা হয়। এর পাঁচ দিন পর এখানকার একজন ভাড়াটিয়া ফোন করে জানান, রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশও দাফন করা হয়েছে।
রিয়ার মৃত্যুর খবর পেয়ে আঁখি সোমবার সকালে টঙ্গী আসেন বলে জানান।
পরিদর্শক হাসানুজ্জামান বলেন, সৎমা ও বাবার বিরুদ্ধে মামলার পর রাতেই বাবা আরব আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।