শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৫
সাতক্ষীরার শ্যামনগর ১৪ নং চিংড়ীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর সাথে একই স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রশিদ আপত্তিকর ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে।
ওই স্কুল শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, শ্যামনগর ১৪ নং চিংড়ীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির দুই ছাত্রীকে সহকারী শিক্ষক মামুনুর রশিদ প্রধান শিক্ষিকার টাকা চুরির ঘটনা জানার জন্য ডাকে। এক পর্যায় একজন শিক্ষার্থীকে নীচে পাঠিয়ে দিয়ে ভিকটিম শিক্ষার্থীর গায়ে জোরপূর্বক হাত দেয়।
অভিযোগকারী শিক্ষার্থী আরও বলেন, গত দুই বছর ধরে স্যার আমাকে একা পেলেই গায়ে হাত দিত। আমি বিষয়টি প্রধান শিক্ষিকাকে বলেছিলাম। কিন্ত উনি কোন ব্যবস্থা নেননি। শনিবার গায়ে হাত দেওয়ার পরে বিষয়টি বাড়িতে এসে আমার আব্বাকে বলেছিলাম।
এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সহকারী শিক্ষক মামুনুর রশিদ বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে ঝামেলা চলছে, যার কারণে আমাকে ফাঁসানোর জন্য এধরনের ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।