ঢামেক নার্সিং হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২২

জাগরণীয়া ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সিং ইন্সটিটিউটের হোস্টেলের বাথরুম থেকে সুমাইয়া খাতুন সুরভী (১৯) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সুমাইয়া ঢামেক নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবার নাম আশরাফুল ইসলাম। বাড়ি নওগাঁ জেলার মাণ্ডা উপজেলার চাকুলি গ্রামে।

১৫ নভেম্বর (বুধবার) সকালে বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।   

হোস্টেলের সুপার ভাইজার আমেনা বেগম জানান, সুমাইয়া ৫০২ নম্বর কক্ষে থাকতো। সকালে বাথরুম থেকে অনেকক্ষণ বের না হওয়ায় ওই রুমের অন্য ছাত্রীরা দরজা নক করে। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় তাদেরকে খবর দেয়। পরে দরজা ভেঙে ওই ছাত্রীকে বাথরুমে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত