মৌলভীবাজারে গাঁজা ও ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০০:১৫
ওসমানীনগরের সীমান্তবর্তী মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ রানু বেগম (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১২ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। এ সময় তার দেহ এবং বসতঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
রানু বেগম মৌলভীবাজার উপজেলার শেরপুর ব্রাক্ষ্মণ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আটককৃত রানু পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অসামাজিকতার ব্যবসা করে আসছিল। মাঝে মধ্যে পুলিশ লোক দেখানোর জন্য তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করলেও আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে এসে শেরপুর পুলিশ ক্যাম্পের কর্মরতদের ম্যানেজ করে আবারও মাদক ও অসামাজিকতার ব্যবসা চালিয়ে যায়। স্থানীয়রা এর প্রতিবাদ করলেও পুলিশকে ব্যবহার করে উল্টো মিথ্যা মামলা দিয়ে প্রতিবাদকারী ব্যাক্তিদের নাজেহাল করে।
শেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবু সাঈদ বলেন, ‘এ বিষয়ে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।’