ঘুঘুর বাচ্চার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৭, ১৯:১১

জাগরণীয়া ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ১০ নভেম্বর (শুক্রবার) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার অভিযোগ, ১০ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে আক্কাস আলীর ছেলে মুসা শেখ (১৮) শিশুটিকে ঘুঘুর বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক মুসা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।

ঘটনার দিন রাতে শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য ১১ নভেম্বর (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত