স্বামী হত্যায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৭, ২৩:৪৩

জাগরণীয়া ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে এক যুবককে হত্যার প্রায় ছয় বছর পর স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

৭ নভেম্বর (মঙ্গলবার) নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার সঞ্জয় সরকারের (৩৫) স্ত্রী সীমা সরকার (২৬) ও তার প্রেমিক দুর্গাপুর উপজেলার তেলিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে আলমগীর মিয়া (২৮)।

মামলার বরাত দিয়ে ভারপ্রাপ্ত পিপি সাইফুর রহমান প্রদীপ জানান, সীমার সঙ্গে আলমগীর মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে সঞ্জয় তাদের সতর্ক করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরে ২০১২ সালের ২০ জানুয়ারি সীমা ও আলমগীর শ্বাসরোধ করে সঞ্জয়কে হত্যা করে।

ঘটনার পরদিন সঞ্জয়ের ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত