স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৭, ১৫:২৬
গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে মশিউর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
৬ নভেম্বর (সোমবার) বিকেলে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন এ রায় দেন।
মামলার অভিযোগ, ২০০৫ সালের ২৭ নভেম্বর চর-মানিকদাহ গ্রামের মফিজুর রহমানের ছেলে মশিউর তার স্ত্রী একই গ্রামের নেছার উদ্দিন মোল্লার মেয়ে সাদিয়া জাহান তুলিকে (১৮) হত্যা করে। ঘটনার পরদিন ২৮ নভেম্বর নিহতের বাবা মশিউর রহমানসহ ৬ জনকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সোমবার গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন অভিযুক্ত মশিউরকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট মেহেদী হাসান ও রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল হালিম মামলাটি পরিচালনা করেন।