নিখোঁজের একদিন পর প্রিয়াংকার লাশ উদ্ধার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৪১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/11/05/image-12566.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একদিন আগে নিখোঁজ হওয়া প্রিয়াংকা (১২) নামে এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
প্রিয়াংকা রূপগঞ্জের বরাব এলাকার মহিউদ্দিনের মেয়ে এবং বরাব আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। ৫ নভেম্বর (রবিবার) সকালে বাড়ির পাশে একটি গলির ভিতর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার থেকে মেয়েটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এসআই আমিনুর জানান, ৫ নভেম্বর (রবিবার) সকালে বাড়ির পাশে প্রিয়াংকা (১২) নামের মেয়েটির লাশ পাওয়া গেছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাসুম নামের এক যুবককে আটক করা হয়েছে।