৭ বছরের শিশু ধর্ষণ, আটক ১
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ২২:১৬
জাগরণীয়া ডেস্ক
সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় যুবায়ের হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৩ নভেম্বর (শুক্রবার) দিনগত গভীর রাতে এনায়েতপুর থানার খুকনীঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবায়ের ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
এদিকে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে মামলার দায়ের করছে বলে জানা যায়।
২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে খুকনী ঝাউতলা এলাকার এক তাঁত শ্রমিকের ৭ বছরের শিশু মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেয় যুবায়ের। বাড়িতে লোকজন না থাকার সুযোগে শিশুটির মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সদর থানার মাধ্যমে ঘটনাটি জানার পর রাতেই খুকনী ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করা হয়।
0Shares