বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ১৩:৫৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/11/04/image-12531.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে নিপা খাতুন (৩১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ নভেম্বর (শুক্রবার) দুপুরে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বড় সগুনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়া খেলা নিয়ে বড় সগুনাগ্রামের রফিকুল ইসলামের সাথে তার স্ত্রী নিপা খাতুনের পারিবারিক কলহ চলে আসছিলো। এনিয়ে ২ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে নিপা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। এ খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে অবগত করে।
দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লাইসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।