সাতক্ষীরায় কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৭, ১৩:২৭

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়শ্রী চক্রবর্তীকে আত্মহত্যায় প্ররোচনাকারী শেখর মন্ডলসহ তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার নওয়াবেঁকী-মুন্সিগঞ্জ সড়কে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। 

হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিরাম মন্ডল, ইউপি সদস্য আব্দুর সালাম, সিবিও এ্যালায়েন্স কমিটির সভাপতি সোহেলী পারভীন ঝর্ণা, স্কুল ছাত্রী রুপা খাতুন, এনজিও প্রতিনিধি কাজী মোহম্মাদ গিয়াস উদ্দীন, তাপস কুমার মিত্র প্রমুখ। 

মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত