রোহিঙ্গাবাহি নৌকাডুবি, ৫ শিশুসহ ৭ জনের মৃত্যু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ২৩:০০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/10/31/image-12464.jpg)
কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গাবাহি নৌকা ডুবিতে ৫ শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এতে ৬৩ জন জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরো ৫ জন।
৩১ অক্টোবর (মঙ্গলবার) সকালে বঙ্গোপসাগরের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে পাঁচ শিশু, এক নারী এবং এক পুরুষ রয়েছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়ার ইমামের ডেইল এলাকার পয়েন্ট সাগরে রোহিঙ্গাদের বহনকারি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “ট্রলার ডুবির সময় ঘটনাস্থল থেকে ১ শিশুর মৃতদেহ এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ৭ জনকে পার্শ্ববর্তী টেকনাফের বাহারছড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।”
টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া পয়েন্ট সাগরে রোহিঙ্গাদের বহনকারি নৌকা উল্টে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
উদ্ধার হওয়া লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনায় ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন।