পাবনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:২৪
পাবনায় শিপ্রা রানী দাস (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।
২৫ অক্টোবর (বুধবার) সকালে শহরের শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ওই মহল্লার মানিক দাসের স্ত্রী ও নারায়ন চন্দ্র দাসের মেয়ে।
নিহত শিপ্রার বাবা নারায়ন চন্দ্র দাস বলেন, গত ৯ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। স্বামী মানিক দাস নেশা করতেন। নেশা টাকার জন্য শিপ্রার সাথে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে আমার মেয়ে চাকরি নেয়। তারপর থেকেই নেশার মাত্রা বেড়ে যায়। নেশার টাকা না পেলেই আমার মেয়েকে ব্যাপক মারধর করত। এরই ধারাবাহিকতায় আজ সকালে টাকা না দিতে পারায় আমার মেয়েকে ব্যাপক মারধর করে হত্যা করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকাল ১১টায় স্থানীয়রা খবর দেয় যে, গোডাউনের পেছনে এক গৃহবধূ গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যার পর লাশটি ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।