‘জঙ্গি’ খাদিজা রিমান্ডে
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১১:২৬
জাগরণীয়া ডেস্ক
নব্য জেএমবির সদস্য ও রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার সন্দেহভাজন ‘জঙ্গি’ মারজানের বোন খাদিজা আক্তারকে তিন দিনের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক রোখসানা খাতুন জানান, ২৩ অক্টোবর (সোমবার) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৮ অক্টোবর রাতে পুলিশ যশোরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনে চারতলা একটি ভবন ঘিরে ফেলে। পরদিন (সোমবার) বিকালে শিশুসন্তানদের নিয়ে খাদিজা আত্মসমর্পণ করেন। ওইদিনই রাতে খাদিজা, তার স্বামী হাফজুর রহমান সাগর ওরফে মশিয়ার রহমানসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তোফায়েল আহমেদ।