‘চাচির ছোড়া’ এসিডে দগ্ধ গৃহবধূ

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১২:৪৬

জাগরণীয়া ডেস্ক

নরসিংদীর শিবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে এসিড ছোড়ার অভিযোগ উঠেছে চাচির বিরুদ্ধে। দত্তেরগাঁও গ্রামে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে এ ঘটনা ঘটে।

এসিড দগ্ধ শারমিন সুলতানাকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শারমিন ওই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সিরাজ উদ্দিনের মেয়ে এবং মাসুদ রানার স্ত্রী।

শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে শারমিনের সঙ্গে তার চাচা বেদার উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার শালিস দরবারে বসার কথা জানাতে শারমিন তার বৃহস্পতিবার রাতে চাচার বাড়ি যান।

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচি ফরিদা ইয়াসমিন ঘর থেকে এসিড এনে শারমিনের শরীরে নিক্ষেপ করেন। এতে তার সারা শরীর ঝলসে যায়।

প্রথমে শারমিনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান তার স্বামী মাসুদ রানা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত