তেঁতুলিয়ায় স্বামীর নির্যাতনে হাসপাতালে গৃহবধূ মৌসুমি

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৩:২৭

জাগরণীয়া ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌতুক লোভী স্বামীর দাবিকৃত টাকা দিতে না পারায় অমানবিক নির্যাতনের শিকার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন গৃহবধূ মৌসুমী আক্তার (১৯)।

১৭ অক্টোবর (মঙ্গলবার) মৌসুমির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ গ্রামের মনসুর আলীর কন্যা মৌসুমি আক্তারের সাথে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া জাকিরজোত গ্রামের আসমত আলীর পুত্র আলমগীর হোসেনের (৩০) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকলোভী স্বামী আলমগীর প্রতিনিয়ত যৌতুকের টাকা দাবি করে আসছিলো। গত সাত মাস থেকে স্বামী আলমগীরসহ তার মা-বাবা যৌতুকের জন্য প্রতিদিন গৃহবধূর নির্যাতন করে আসছে। গত ১৫ অক্টোবর রাতে মৌসুমিকে বাবার বাড়ি থেকে আবারো টাকা আনতে বলে। টাকা আনতে অস্বীকার করলে তার উপর নির্যাতন চালানো হয়। ১৭ অক্টোবর মঙ্গলবার মৌসুমির পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

মৌসুমির বাবা মনসুর আলী জানান, আমার মেয়েকে গত এক বছর ধরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমি আলমগীরের শাস্তি দাবি করছি। এজন্য আমরা মামলা প্রস্তুতি নিয়েছি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, মৌসুমির শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। পিঠে অনেক জায়গায় রক্ত জমাট বেধে আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত