রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১১:০৫
রাজধানীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে রাহিমা আক্তার ঝুমা (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৮ অক্টোবর (বুধবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা ঝুমার লাশ নিয়ে যান। এর আগে ১৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে মহাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক রাশেদ রানা জানান, মঙ্গলবার রাতে ঝুমা মহাখালী রেললাইনের পাশে হাঁটাহাঁটি করতে করতে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে কমলাপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত পৌনে ১১টায় লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। তার বাসা সাভারের কলমা-২ এ।
নিহত ঝুমার মা রাজিয়া সুলতানা বলেন, ঝুমা রাজধানীর বেসরকারি পিপলস্ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। অন্যান্য দিন সে বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে মিরপুর রোড দিয়ে বাসায় চলে আসে। এদিন কেন সে মহাখালী গিয়েছিল, তা জানতে পারিনি। ঝুমা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামের রাশেদ সিকদারের মেয়ে। দু’বোনের মধ্যে ঝুমা ছিল ছোট।