ফুলবাড়ীতে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/10/18/image-12255.jpg)
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর চাঁদপাড়া এলাকায় ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ অক্টোবর (রবিবার) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, বিকেলে ছোট যমুনা নদীতে একটি মরদেহ ভাসমান দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সন্ধায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।