আশুলিয়ায় অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:১৫

জাগরণীয়া ডেস্ক

আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি খাবার হো‌টে‌লে অগ্নিদগ্ধ হ‌য়ে এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে। প্রাথ‌মিকভা‌বে নিহ‌তের নাম প‌রিচয় জানা যায়‌নি।

১৪ অক্টোবর (শনিবার) রাত সা‌ড়ে ১২টায় আশু‌লিয়ার বাইপাইল ত্রি‌মোড় এলাকার ক‌রিম সুপার মা‌র্কে‌টের ‘মা হো‌টে‌লে’ এ দুর্ঘটনা ঘ‌টে।

আশু‌লিয়া থানার উপ-প‌রিদর্শক (এস‌আই) আব্দুল আজিজ জানান, রা‌তে ওই হোটেলের বাবু‌র্চির সঙ্গে সহ‌যো‌গী‌ হিসেবে সকা‌লে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘ‌রে থাকা গ্যাস সিলিন্ডার লিক হ‌য়ে মূহুর্তেই আগু‌ন ধরে যায়। এসময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈ‌দ্যুৎ‌তিক তা‌রে জ‌ড়ি‌য়ে বের হ‌তে পা‌রে‌নি। এতে দগ্ধ হ‌য়ে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান।

এসআই আব্দুল আজিজ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়। এছাড়া তার নামপ‌রিচয় জানার চেষ্টা চল‌ছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত